হাজার বারন করা স্বত্তেও
পাবে শাস্তি জেনেও
সেই কাজটাই করো বারবার
যা করা হয় মানা।
চেতনে অবচেতনে
অজানাকে জানার ইচ্ছেটা
ভাঙে কি নিষেধের বেড়া?
না করে কিছুর তোয়াক্কা
তুমি ইতিহাস গড়
এ তোমার জন্মগত নেশা
না হলে! শুধুই মৃত্যুর জিজ্ঞাসা নিয়ে
কেউ কি মরতে পারে ?
মারতে পারে! অযথা!