বুঝাবুঝির দিন গিয়েছে চলে
যা বুঝেছ এতোদিনে
কম মনে হয় কি!
ওরা তো খেয়েই চলেছে লুটেপুটে
যেন খই আর মুড়কি ।
নতুন কিছু নয়
যায় শোনা সবসময়
সেই কবে থেকে...
একঘেয়ে ঘ্যানঘ্যান কানের কাছে
‘জাগতে হবে জাগাতে হবে‘
বলি! কাজ শুরু হবে কবে ?
ওদের গতি অব্যাহত
তুমি কেন ভাবছ এতো?
পারো যদি আটকাতে! দাঁড়াও সামনে এসে।
দুটোই রাস্তা আছে খোলা
এক, তুমিও দিতে পারো যোগ বাকিদের সাথে
স্লোগান দিতে দিতে
যেতে পারো চলে অচেনা নিরুদ্দেশে ।
আর তা না হলে!
জয় মা বলে
পারো ঝাঁপিয়ে পড়তে ।
কি করবে? সেটা তোমার ইচ্ছে ।
আমি তো এটাই বলবো,
অনেক হয়েছে খেলা জাগবো জাগাবো
এবার না হয় শেষ দেখেই ছাড়বো!
একবার অন্তত!
দাঁতে চেপে দাঁত, মুষ্টিতো বন্ধ করো!
জানবে কিভাবে ?
কতোটা শক্তি রয়েছে ভিতরে,
আর কতোটা রয়েছে ফাঁপা!
বাইরে থেকে দেখে, সে কি আর যায় বোঝা ?
যদি পারতে জানতে?
সহ্য করার চেয়ে প্রতিবাদ কতোটা সোজা।
তাহলে আর উঠত না প্রশ্ন, এতো গরম গরম কথা!