ভালোই করেছ তুমি না দিয়ে ধরা।
দেশকে ভালবাসার নামে,
যারা করে গেছে অভিনয় ।
কিম্বা যারা করেছে চলে ,
তাদের মত নও তুমি ।
তুমি ছিলে এক প্রবাহিত আগুনের পরিচয় ।
তবুও তুমি হলে যুদ্ধ পলাতক ,
আসামী ।
কোথায় তোমার সেই স্বপ্নের ভারত ?
যারা বোঝেনা ভালবাসা।
ভালবাসা যাদের পেশা।
তাদের জন্যও, তুমি করেছিলে পন ।
তারা আছে ঠিকই , খালি বদলে গিয়েছে
তাদের বোঝার ধরন।
তোমার যে ছবিতে মালা ঝোলে।
তোমার মাথার উপর যে পতাকা ওরে।
তারই নিচে দাড়িয়ে কারা যেন হাসে চুপিচুপি ,
বলে, ছিল একটা বোকা । দেশকে আবার কেউ ভালবাসে নাকি ?
আজ তারাই বুঝি নেতা ।
ভালবাসা নয় কোনো এক জন্মগত অধিকারে ,
কিম্বা হতে চেয়ে কোন অভিনেতা
আজ তারাই এসে বসে।
তোমারই বেদির পাশে।
তোমারই গুণগান গেয়ে
হয়ে যায় তোমারই ভ্রাতা ।
আমরা তাদেরও প্রণাম করি, সম্মান করি
ভয় করি। সমালোচনা করি ,
আড়ালে আবডালে ।
দেওয়ালেরও কান আছে নাকি ?
তোমার কথা কি সকলে ভুলে গেছে আজ ?
রয়ে গেছে শুকনো মালা আর পোড়া ধুপের গন্ধ।
যা ছিল তোমার অপছন্দ।
তাই বুঝি অজানা এক বেসে,
করেছিলে আত্মগোপন , কোন অজানা উপদেশে ।
তাদের এই ভনিতা, এদেশের প্রতিটা মানুষই বোঝে ।
তাইতোঁ সকল নেতাদের মাঝে এখনও তোমাকেই খোজে ।
তাদেরই পোশাকে পরিধানে , বক্তৃতার মাঝে।
হতাস হয় , নিরাস হয়, লজ্জায় মুখ গোঁজে।
কোমর ভাঙ্গা নির্যাতিতর দল।
কেবল আত্মসন্মানবোধ সম্বল ।
আছে জাতির গর্ব , আছে ধর্মের অহংকার।
শুধু নেই বল যেন ,
সাহস, রুখে দাঁড়াবার।
কেউ নেই বলার
তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।
চিরকালই বড় অসহায় তারা ,
দলপতি ছাড়া
লড়েনি একা একা স্বাধীনতার লড়াই।
নয় তারা পরাধীনতার দাস ।
কেবল রাখতে জানে বিশ্বাস।
হাজার বছর ধরে দিন কাটে
শুধু তোমারই অপেক্ষায়।
জানে একদিন ঠিক আসবে তুমি ।
তুমি তাদেরকে শুনিয়েছিলে যে মুক্ত আকাশের বানী।
কিছু মানুষ তা বোঝেনি বা কখন বুঝতেও চায় নি।
তাদের কাছে খাঁচাই ছিল প্রিয় ?
আর স্বাধীনতা? সে তো এক বিনিময় যেন ।
তিনশ বছরের পরাধীনতা।
সে কি কম কথা ?
তাই তারা ভুলে গেছে প্রেম, তাদেরই গড়া সভ্যতা ।
প্রভু ছাড়া ভৃত্যের কি পরিচয় ?
নাকি পরিচয় হারানোর ভয় ?
তাই তারা মালিক খোঁজে , ভৃত্য হবে বলে ।
ভৃত্য হওয়া সহজ নাকি, মালিক হওয়ার চেয়ে।
মালিকের ছদ্মবেশে ভৃত্য হতে গিয়ে
তোমাকে আর হয়ে ওঠেনি বোঝা
আধুনিক ভারতে ।
বিনা রক্ত দানে স্বাধীনতা ?
সে কি এতোই সোজা ?
যারা বুঝতে পেরেছে , জমিয়ে রেখেছে
তাদের সব রাগ, ঘৃনা , বুকের ব্যাথা ।
যে কোনদিন পড়তে পারে ফেটে।
সেদিন ফিরে এস তুমি আমাদের ঘরে
আমার সকল কবিতা
তাই তোমাকেই লক্ষ্য করে ।