‘নেতা’ নাকি এমনি এমনি হওয়া যায় না!
তার জন্য, অনেককিছু সহ্য করতে হয়।
খরচসাপেক্ষও বটে, সহজসাধ্য নয় ।
অনেকেই আছেন এমন
খেঁটে চলেন আজীবন
কর্মী হয়েই থেকে যান
নেতার তকমা পান না।
কেউ আবার ধুমকেতুর মতন উদয় হন সহসাই
তাদের সংক্ষেপে ডাকা হয় ভাই।
অনেকে অভিনেতা থেকে সরাসরি জননেতাl
যদিও রঙ থাকে আলাদা আলাদা
তবে কাজের ধরন সকলের একটাই
এঁকে অপরের বদনাম করা ।
কেন করে! জানো কি ?
করলেও বদনাম, নামেরই হয় প্রচার ।
ওটাই যোগ্যতার মাপকাঠি
বাকি কিছু অনুভব লাগে না ।
আরে ভাই, কেউ তো আর কলার ধরে
হিসেব চাইতে যায় না ?
একটা হিসেব আমিও বুঝি না!
ওরা বলে, জনগণই শক্তি
আর জনগন বলে, ওরাই শক্তিশালী !
কারা, কাদের আয়না ?