মন যে পথে মেশে
অন্য এক মনের সাথে।
সে পথের পথিকের বিশ্রাম
তোমার ওই দুই চোখে।
ডুবে থেকে কিছুক্ষণ
ভেসে ওঠে সে জীবন
এক নতুনের প্রান পেয়ে।
যে সাগর গভীর হতে চেয়ে নীল
সে নীলের থেকেও গভীরতম কোন নীল
নিবিড় শান্ত এমন।
পাখির নীড়ের মতন।
শব্দহীন নীরবতা।
কেবল ডুবে থাকা
দুদণ্ড জীবনের বিশ্রাম চেয়ে
দুদণ্ড শান্তির ঘুম চেয়ে ।
যে জীবন হবেনা শান্ত
তার পথে ।
যে বাঁধা আসে
জড়িয়ে নিয়ে তাকে
হয়ে পরে ক্লান্ত
পেয়ে নীলের ছোঁয়া
শান্ত হয় মন।
ঘুমিয়ে পরে
তোমার সেই নীল চোখের ভিতরে
তোমার নরম ঠোঁটের রঙ মেখে
আবার ওঠে জেগে
এক নতুন উৎসাহে
নতুনের মত প্রান পেয়ে
দিতে তাকে দুদণ্ডের বিশ্রাম
তুমি হয়েছ নারী
মেলেছ ওই দুই নীল চোখ
দিগন্ত প্রসারী।
তোমাকে সহস্র প্রণাম ।