যখনই ভেবেছি তাকে
বলব মনের কথা
তখনই সে গিয়েছে হয়ে নীল অপরাজিতা
নিল আকাশের মতন।
তার সাথে কি কথা বলা যায় তখন ?
আমি তো তার অসীমে মুগ্ধ
হয়েছি বাকরুদ্ধ ।
কথা বলা বারন।
না বলা কথা, থেকে যায় - না বলা
বলতে চেষ্টা করি যখন
রোদ্দুর হয়ে যায় সে
ঝলমল করে ওঠে তার মন ।
তার সাথে কি বলা যায়
কথা তখন ?
আমি তো তার রুপে মুগ্ধ
হয়েছি বাকরুদ্ধ ।
কথা বলা বারন।
যখনই ভেবেছি এবার বলব ঠিক
হারিয়ে ফেলেছি দিক
তার সুরভি হয়ে চন্দন
মাতিয়ে রেখেছে সারা বন
তার সাথে কি বলা যায়
কথা তখন ?
আমি তো তার গন্ধে মুগ্ধ
হয়েছি বাকরুদ্ধ ।
কথা বলা বারন।
অনেক সাহস করে
বলতে গিয়ে দেখি ,
তার বস্ত্র নিয়েছে নদী ।
তার সুর ধরেছে পবন ।
তার সাথে কি বলা যায়
কথা তখন ?
আমি তো তার গুনে মুগ্ধ
হয়েছি বাকরুদ্ধ ।
কথা বলা বারন।
আজও বলা হয়ে ওঠেনি সে কথা
আজও দেখা হলে পরে
জানতে ইচ্ছে করে
তারও কি মনে পরে
আমাকে কখনও?
যায় কি বলা সে কথা তবুও ?
আছে কি কোন কারন ?
আমি তো এখনও রয়েছি চেয়ে
তার দিকে ।
মুগ্ধ হয়ে এখনও ।
এখনও আমার কথা বলা বারন ।