অন্ধকারে দেখে আলোর ঝলকানি
সহসা চমকে উঠি
এই বুঝি কোন মশাল উঠলো জ্বলে
বহুদিনের গহন অন্ধকারে
শোষণ আর শাসনে
যে বারুদ জমেছে দীনের গহ্বরে
হয়ে আছে বুক ভার
একটা মশাল আর
অনেকেই হতে পারে হালকা
অনেক ক্ষোভ আর বদলা ।
আবার এমনও হতে পারে
হয়তো একটু দূরে
আছে কেউ করে অপেক্ষা
আমারই মতন, অন্ধকারে
বুকের জ্বালানী পোড়াবে বলে ।
একটা মশাল পেলেই
উঠতে পারে জ্বলে অনায়াস
বদলাতে ইতিহাস
যদি কেউ একজন মশাল হতে পারে
তাহলেই উঠবে জ্বলে
লক্ষ লক্ষ মশাল
গহন অন্ধকার আর রবে না গহনে
পূব আকাশ হবে লাল
নতুন দিন আসবে বলে।