যা ভালো তাকে ভালো বলতে কোন দ্বিধা নেই
মন্দকে মন্দ বলতে গেলেই....
এক রাতে বড়লোক হয় অল্প
স্বপ্ন দেখে অনেকেই
ভাবে বুঝি, তালি এক হতেই বাজেl
করলে কাজ একসাথে,
এগিয়ে যাওয়া যেতো অনেকটাই l
না গুটিয়ে লাটাই
ঢিল ছেড়ে বসে থাকা যেতো নিশ্চিন্তে l
ফুরাত না পান্তা আর নুন আনতে l
যদি দেখা যেতো উপর থেকে
তাহলে, যেতো বোঝা
এই পৃথিবীটা কতো ছোট আসলে!
বাস করে যেখানে মুষ্টিমেয় কিছু মানুষ
একসাথে নয় ভিন্ন ভিন্ন মতে l
সুযোগ পেলে, একে অপরের ঘুড়ি কাটে l
মনে হয়, তারা নিচে থেকে আকাশটাকেই দেখতে পায় শুধু l
আর ভেবে নেয় কতোকিছু!
নিজেরই বিনাশও কি ভাবে?
সেটাও যাবে বোঝা বিনাশের দিন এলে l