তোমার কথাগুলো বড়ই অগোছালো
বুঝতে পারি যদি একটু গুছিয়ে বল
কি হয়েছে তোমার ?
এতো চুপচাপ কেন ?
কাঁপছে কেন হাতের আঙ্গুলগুলো ?
ভয় পেয়েছ বুঝি ?
দেখ দুর্বল মন , ভয়ের আশ্রয়স্থল
মনকে শক্ত কর ।
সব হয়ে যাবে ঠিক একদিন
তুমিও হবে চিন্তামুক্ত , স্বাধীন ।
কোন দুঃখ,কষ্ট, ভয় থাকবেনা আর
আমরা দুজনে সাজাব সংসার
দেখব স্বপ্ন রঙিন।  
পেটভরা ভাত, মাথার উপর শক্ত ছাদ
টুকটুকে লাল শাড়ি  সোনালি পাড়।  
সব ভেবে রেখেছি আমি
তোমার কষ্ট, সবই তো আমি জানি
কি আর বলবে তুমি ?
খেয়ে নাও এই জলটুকু
ঘুমিয়ে পরতো এবার শান্ত মেয়ের মত  
শিশুদের মত  আর কত করবে দুষ্টুমি ?