মন বড় বিষম বস্তু
তাদের কাছে , যারা ভাবে
সে কেবল চাইতে জানে ।
জড় শরীরের মত তারও নাকি চাহিদা অনেক।
জানে কি তারা ?
আশেপাশে যতদূর যায় দৃষ্টি
সর্বত্র মনের ব্যাপ্তি।
তার দাবী খুব বেশী নয়
পেলে প্রেম অমৃত অল্পেই তৃপ্তি ।
সে যা দেখায় তুমি তাই পারো দেখিতে
আছে যা কিছু দৃশ্য জগতে
সে তো সুক্ষ মনেরই স্থূলরূপ ।
সে ছাড়া তুমি যন্ত্র কেবল
একটি মাংসপিণ্ডের স্তূপ ।
হোক না প্রান ক্ষুদ্রতর
কিম্বা বিশাল মহিরুহ
মন আছে তাদেরও
তবে মানুষের থেকে বড়
পারে হতে নত সহজে
তার কাছে ।
যে দিয়েছে আশ্রয় পৃথিবীতে
মেনে সেই সত্য, প্রেম করে ।
থাকে সুখে, শান্তিতে মরে।
কেবল মানুষ হতে চেয়ে শ্রেষ্ঠ
করতে বৃথা মনকে সন্তুষ্ট
বুদ্ধির করে ব্যাবহার ।
জননীকেই মনে করে দাস
বিষাক্ত করে মন , বাঁচে জ্বলেপুড়ে ।
নিজের আত্মহননের পথ কি নিজেই প্রশস্ত করে ?
এখনও আছে সময়।
হয় যদি কখনও শুভবুদ্ধির উদয়
জানতে চেয়ে জীবনের মানে ।
মনকে করো অর্পণ তার চরনে ।
কেবল জননীই পারে বাঁচাতে
যদি সন্তান খায় বিষ, মাতৃদুগ্ধ দানে ।