মন তোকে, এতো করি তোয়াজ
তবুও তুই থাকিসনা ভালো,
সবসময় তোর খিট্খিটে মেজাজ
আগুনে থাকিস যেন!
মন বলে হেসে ,
বুঝবি কি শেষে?
শুনবি কি! যা বলব!
আমি সূক্ষ্ম, সুক্ষেই আমার আনন্দ
তুই দিস আমাকে যেসব স্থূল উপহার ।
আসেনা কোন কাজে আমার
কেবলই বাড়ায় উৎকণ্ঠা
বাজিয়ে বিপদের ঘণ্টা
করে জমা কেবল সমস্যা।
সমস্যায়! কি কেউ ভালো থাকতে পারে ?
আর তুই ভাবিস, মনও চালাকি করে।
জানিস কি! মন ভালো থাকে প্রেমে,
তুই আর কি করবি জেনে ?
তুই তো ঘুরিস ফুলের বাগিচায়
হাতে কাঁচি আর হাওয়াই চপ্পল পায়
পা খারাপ হবে বলে মাটিও লাগাস না ।
প্রেম তো দূর, তুই তো জানতেই চাস না
কিসে মন হয় পাগল!
লাগে কেমন! বিরহের কান্না ?
কেন ফোটে ফুল, কেন মধু খায় ভোমরা?
এসব তোর কাছে মূল্যহীন, আবেগ, হরমোন ফ্যাক্টর।
মন তোর কাছে এক বস্তু খেলার , ধুত্তর!!
যায় কি তোকে বোঝানো? তুই বড্ড বেশী বুঝিস
বললেই প্রেমের কথা, হিসেব করতে বসিস ।
তোর সাথে কি যায় মনের কথা বলা ?
তার চেয়ে বরং শুরু হোক একা পথ চলা ,
তুই তোর মতন আর আমি আমার
যদি ভালো থাকিস , তাহলে কথা হবে আবার l