হতে পারি আমি কোন কেউকেটা
হিটলারের মতন অথবা কোন বিশ্ব বিজেতা
সত্য বলার সাহস আমার নেই
নেই মিথ্যে শোনার ক্ষমতা ।
সত্য যা জানা উচিত সকলের
সকলেই গোপন করে
শুনে মিথ্যে আবার প্রতিবাদ করে
অনেকে আবার করেন মনে
মিথ্যা বলায় যদি ভালো হয় কারও
তাতে দোষ নেই কোন ।
কার ভালো হয় জানে সকলে
তাই কি মিথ্যে বলে ?