লোক দেখানো কর্মকাণ্ডগুলো
কিছু মানুষের কাছে অস্বস্তিকর হলেও
অনেকের কাছে আবার ওটাই ভালো!
বরং তাতেই তারা স্বস্তি পায় আরও!  
বলে! আজকাল এটাই চলে!
এভাবেই যায় বোঝানো
কে আছে দাড়িয়ে কতোটা জলে!
কার ঘটি ঠিক কতোটা বড়!  
নাহলে! এতো ব্যস্ততার মাঝে
সময় আছে কারোও ,রাখে খবর আশেপাশে ?  
মেপে ঘটি বলে কথা , না দেখালে!
যদিও ফুটো ঘটি বাজে বড্ড বেশী
কিন্তু আকৃতিতে ?
ওটাই নাকি শক্ত করে পেশী
সম্মান তো পায়ই, দোয়াও পায় সাথে !
তাই যারা ফুলে আঙুল হয়েছেন কলাগাছ
তাদের এখন বারো মাস
কিছু না কিছু লেগেই থাকে l
আমরাও হয়ে গিয়েছি অভ্যস্ত দেখে
বিবাহবার্ষিকীতেও হয় বিবাহের আয়োজন
আর  শ্রাদ্ধ অনুষ্ঠানে যাই উপহার হাতে I