লজ্জা নারীর ভূষণ
পুরুষের নয়
কথায় বলে, পুরুষ লজ্জাহীন হয়
তাই বলে পুরুষ সাজা কি সকলের শোভা পায় ?
থাকতে গেলে ক্ষমতায়
নাকি পৌরুষের পরিচয় দিতে হয় ?
রাজনীতি হোক বা খেলার মাঠ
সবেতেই এই পৌরুষের জয়
দলগঠন হোক অথবা দলবদল
অথবা কোন নিরীহর উপরে অযাচিত বল ।
এই পৌরুষ কি ঢাকতে পারে
সেই কাপুরুষের পরিচয় ?
বলা যেতে পারে কি 'সাব্বাস চালিয়ে যা'
এতেই বীরত্ব তোর
এটা তোকেই মানায় ।
পুরুষ হতে গিয়ে যারা
হয়ে গিয়েছে নির্লজ্জ জনপ্রেমী
এই পুরুষতান্ত্রিক সভ্যতায় ।