কথায় বলে সবুরে মেওয়া ফলে
অনেকেই মানেন না!
তারা দেন বলে ! সময়ের কাজ
সময়ের মধ্যেই করতে হবে শেষ
নাহলেই বাড়বে স্ট্রেস
তারা সবকিছুই তাড়াতাড়ি চান
দ্রুত থেকে দ্রুততম
এই একটাই সত্যি
বাকি পুরোটাই মিথ্যে রটান
ব্যস্ত রাখার বন্দোবস্ত।
যাতে কেউ নাক না গলায় তাদের কাজে
পারেনি কেউ জানতে
ঠিক কি কাজ করে তারা
বদ্ধ ঘরের ভিতরে বসে ?
তবে একথা সবাই মানে
সবার জন্য! সময় করা আছে নির্দিষ্ট
না কম না একটু বেশী
তবুও হুড়োহুড়ির শেষ নেই যেন
কেউ ভাবেনা কেন!
প্রতিদিন হয়না কেন সুন্দর ধীর ?
আছে কি উপায় কোনও ?
টানা চাপ তারপর ছুটি শনি রবি
চলো বেড়িয়ে আসি লাটাগুড়ি
দু দিনের ট্যুর
তুলবো অনেক ছবি
বাঁচতে হলে মাথা তুলে
নিতে হবে চাপ, তবে থাকতে হবে ফিট
এই করতে করতেই যৌবন পার
আর ডাক্তার বলে দিলে ক্যান্সার
সবকিছু ফিনিশ।
তাদের কাছে শ্রমিকের অভাব নেই!
যোগ্যতমেরাই করবে বসবাস
তবে ব্যাস্ত রাখতে হবে
দেওয়া যাবেনা নিতে স্বস্তির শ্বাস
সময় দিলেই নেবে খোঁজ
এখন সবাই ভীষণ চালাক ।