আমি জানি, তুমি ভালো
কথা বলতে পারো ।
পারো করতে সহজকে কঠিন
সাদাকে করে উজ্জ্বল রঙিন ।
দেখাতে পারো ছোটকে করে বড়
বড়কে ছোট ।
সুন্দর স্বপন গড়।
তুমি এটাকে তোমার প্রতিভা বলতে পারো ।
তুমি জানো,
কোথায়, কখন, কাকে কিভাবে
গুরুত্ব দিতে হবে ?
কার সাথে করতে হবে মিলমিশ
কার সাথে চুক্তি,
আর কাকে করতে হবে , শুধুই অবহেলা ।
কাজ নয়, কথাতেই হয় উন্নতি
এই দেশে।
ডিজিটালের যুগে
সবই পরিসংখ্যানের খেলা।
বিশেষজ্ঞ থেকে সমাজমাধ্যম
ব্যাবসা সবাই করে ।
দিলে অনুদান সব চুপ, করে স্তুতি
ক্ষমা করে দেয় সব ক্ষয় ক্ষতি ।
চাপা পড়ে যায় সব অপরাধ
মহানতার প্রচার অগাধ।
স্বয়ং করে চুরি
বিচারক সাজো তাঁরও ।
আমি জানি, তুমি ভালো
কথা বলতে পারো ।