তুমিও থাকবেনা চিরটাকাল
থাকবনা আমিও ।
যারা থাকবে তাদেরকে ভেবে
পারো যদি,  কিছু করে যেও।  
এমন কিছু যা অবিনশ্বর
করে উন্নত জীবনের পথ ।
অবসাদ নয় শুধুই আনন্দমুখর ।
ধন সম্পদ বাড়িঘর
যা কিছু যাবে রেখে
বারো ভূতে খাবে ।
তোমার সন্তান তার কতটুকু পাবে ?
ভাববার সময় এখনি
এখনও আছে সময় কিছু করার ।
মৃত্যুর পরে তুমি কার আর আমি কার ।