কোমর গিয়েছে ভেঙে
আকণ্ঠ ঋণের বোঝা নিয়ে
গুটিয়ে ব্যাবসা, হারিয়ে উপার্জন
ভাঙা কোমরে লাগিয়ে ব্যাথার মলম
দাড় টানে তারা হাঁপিয়ে হাঁপিয়ে।
ডিঙিও চলে বেয়ে, কোনরকমে।
ছোট ডিঙি , ছোট পরিবার
আগে পিছে নেই কেউ কাঁদবার
ভাই ভাই আলাদা সংসার
ডিঙ্গিটা নিলে কেড়ে! দেখবে কে ?
প্রশ্ন সবার চোখে মুখে
অথচ সহমরন হয়েছে নিষিদ্ধ বহুদিন আগে।
কিন্তু, তাই বলে সপরিবারে ?
ভাবলেও ভাবা যেতে পারে!
ভাবছেও অনেকে,
আসছে দুই একটা খবর
হচ্ছেও ছাপানো মাঝে মাঝে
বাস্তবের চিত্রটা কিন্তু আরও ভয়ংকর
এরা সবাই খেঁটে খাওয়া মানুষ
থাকতে পারে না বসে একটুক
এর চেয়ে বেশী কিছু ভাবতেও পারে না।
(পুঁজিবাদের উত্থানে ছোট ব্যাবসার কোমর ভেঙে গিয়েছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। একক আত্মহত্যার সাথে সাথে সপরিবারে আত্মহত্যার সংখ্যাটা বেড়ে চলেছে ক্রমশ, ভাববার বিষয় )