লিখতে পারলে, লিখো এমন!
যেমন লাঙলে খোঁড়ে মাটি।
আঁকতে পারলে, আঁক এমন!
যেমন গরম সেঁকা রুটি।
তবে বলতে পারলেও, ফেলো না বলে !
আগে নিতে হবে অনুমতি।
কারন এখানে তারাই বলে , যাদের চলে
বাকিরা শোনে, মনে রাখে।
যাতে শিল্প সংস্কৃতির বিকাশে,
শান্তির পরিবেশ বজায় থাকে।
কেড়ে নিলেও বাঁচার অধিকার
থাকলেও অনাহার , মুখ বন্ধ রাখে l
আকাশে ওঠে চাঁদ , ফুল ফোটে গাছে
পাখী ডাকে, সুগন্ধ ভাসে বতাসে ।
যেন মনে হয় স্বাভাবিক ,
কোন আর্তনাদ নয়, সবকিছু চলেছে ঠিক l
হচ্ছে উন্নতি, ঘুরছে চাকা প্রগতির l
না হলেই, দিন বদলের ইচ্ছেটা উঠতে পারে জেগে l
হতে পারে ভবিষ্যৎ অনিশ্চিত, লক্ষ্যভ্রস্ট তীর l