যুগ যুগ ধরে বয়ে আসা ,
সংস্কৃতি, সাহিত্য, সভ্যতার ধারা
বদলে গিয়েছে সময়ের হাতে
কঠিন হয়েছে জীবনের পথ
রঙ এসে মিশেছে রঙের সাথে
কারও মতে!
উন্নত হয়েছে মানুষ
কেউ আবার বলে, উন্নতি না ছাই!
আধ্যাত্মিকতা ভুলে, বাস্তবতার বড়াই!
একে উন্নতি বলে?
একটুও শান্তি নাই !
কেবল কানের কাছে যন্ত্রের দাপাদাপি!
সংশয় আর ভয়ের হাঁকাহাঁকি
মন ভরেছে লালসায়
প্রকৃতিতে জীবন টিকে থাকা দায়!
তবুও! তুমি আছো দাড়িয়ে এখনও মানবের দরবারে
মানবতার দাবী নিয়ে, এই ভরসায়!
এখনও কবির ভাঙা মন
ধরে কলম! লিখতে চায়!
তার প্রেম , তার বেদনা, তার বঞ্চনার কথা
তার আনন্দের অনুভুতি , সংগ্রামের ইতিহাস, বিজয়ের গল্পগাথা
অক্ষরে অক্ষরে
তাই বুঝি! এখনও তুমি যাওনি মরে ?
এই বাস্তবতার ইট পাথরে
বেঁচে আছো কবিতা হয়ে
নিয়ে মানবতার শেষ চিহ্নটুকু
কঙ্কালসার বক্ষ পিঞ্জরে ।