এ কি গিন্নী ?
এ তো দেখি,
কলির চমৎকার!
গিন্নী আমার বেলন ছেড়ে
ধরেছে ফুলের হার ।
বলো তো এবার ?
প্রতিটি পাতায় কেন এতবার
আমার নামের লেখা ?
প্রেম কি তোমার, জাগল আবার
ফেলে হাঁটুর ব্যাথা ?
গিন্নী বলে - তুমি কি গো!
কোথায় থাকো ?
লিখে লিখে যত ভাবের কবিতা
খেয়েছ দেখছি! নিজেরই চোখের মাথা।
ওটা কোন প্রেমপত্র নয়
আমার হিসেবের খাতা ।
লিখেছি রেখে, কি কি রেখেছ বাকি?
কতো সাধ আমার করেছো পূরণ
আর কতো দিয়েছ ফাঁকি !!
কতবার আনবো বলে উপহার
হয়েছ পগারপাড়।
ভেবেছ কি! গিয়েছি ভুলে ?
আমি সব লিখে রাখি।
আজ কি বার!
সেটা কি আছে মনে তোমার ?
নাকি! সেটাও দিতে হবে বলে।
কি হল? তাকিয়ে রয়েছ ? একি!
বারও ভুলে গেলে !!
এই তো কবির ধরন!
তার কাছে আবার প্রেম নিবেদন!
আমার মরণ! আর কি ?
বুড়ো হাড়ে ফুটন্ত যৌবন।
কত কি দেখতে বাকি !