কিছু মানুষ কিছুটা জেনে
বাকি টুকু ভেবে নিয়ে কল্পনায়
বলে দেয় কত কিছু
যদি গুনে দেখ মাথাপিছু
সংখ্যাটা নেহাৎ কম নয়!
কেউ নিজেকে বিশেষজ্ঞ বলে!
আবার কেউ বৈজ্ঞানিক হয়
তবে বেশির ভাগটাই!
শুধু শুনেই কাজ চালায়
তাদের জানার ইচ্ছাও নাই
ভাবে! কি হবে জেনে?
জীবন তো একটাই!
তাও যদি জানার পিছনে কাটাই
তাহলে! মজা কে নেবে?
তবে! খুব কম সংখ্যক আছে
যারা জানতে চায় সম্পূর্ণটাই!
তারাই, পারে না দিতে সায়
যখন ওই কম জানা মানুষগুলো মিলে
বাকি সকলকে ভুল বোঝায় ।
বলে! মানুষই সবচেয়ে বুদ্ধিমান জগতে
তার শেখার কিছুই নাই কারও কাছে
তাকেই দেখে শিখবে সবাই!
শিখবে! কিভাবে ধ্বংস করেও সম্পদ জীবনের
বেঁচে থাকা যায় অবলীলায় ,
করে অবহেলা মরনের ।