খেলা হবে , খেলা হবে
তাই ওদের খেলোয়াড় দরকার।
আমি ভাবি ! বুঝি গঠন হবে সরকার?
পার্থক্য ভাবনায় থাকে
তাই বুঝি ওরা রঙ মাখে
বিজয়রথ নিয়ে দেয় হুঙ্কার।
আমি তাতেই আঁটিসাঁটি
লেগে যায় দাঁতকপাটি
বিপদ বুঝি ফিরে এলো আবার ?
বাঁচার কোন উপায় নাই
গ্যালারিতেও হবে না ঠাই
মাঠের বাইরেই এবার থাকতে হবে ।
মাথার উপরে উড়বে হেলিকপ্টার
রাস্তার খানা খন্দ , ধানক্ষেত জলাধার
ছিল যেমন আগে, এখনও থাকবে
শুধু কল কারখানা বন্ধ হবে ।
খেলা তো উন্নতির জন্য
পরিবর্তন কি অতো সহজে বোঝা যায় কখনও ?
সময় লাগে ।
যেমন লেগেছিল বুঝতে
তিনশ বছর আগে ।
কতো টুকু বোঝা যায় আর পাঁচ দশ বছরে ?
পাও না কি দেখতে ?
শ্বাস ফেলারও ফুরসৎ নেই তার হাতে
মাঠের খেলোয়াড় এখন দুয়ারে দুয়ারে ।
পাঁচ,পাঁচ করে হয়তো আরও পাঁচবার
চলছিল, চলছে, চলবে
খেলা হবে , খেলা হবে ।