অনেকবারই দেখেছি ভেবে
খারাপটাই আসে মনে
প্রথমে।
কেন আসে ?
ভাবিনি কখনও বসে
খারাপের চিন্তা কি মন ভালো করে ?
করেনা জানি,  তবুও কেন
খারাপটাই আগে আসে ।
দুগগা দুগগা বলেও
নিস্তার নেই যেন
খারাপের ভয় মনের ভিতর
বুকের ভিতর করে ধড়ফড়
খারাপটাই যেন ভাসে বাতাসে ।
খারাপের নির্যাস
ভালো হারিয়েছে কখন মানুষের বিশ্বাস ?
এখন খারাপ ভাবতেই বুঝি বেশী ভালো লাগে ।