কেউ কিচ্ছু করেনা কেন?
কোথায় বাঁধা আছে হাত?
কিসের ছিল অভাব?
স্বাধীন হল দেশ, হল দেশ ভাগ
তবুও মানুষে মানুষে, মিল নেই যেন!
দিকে দিকে শুধু লাঠালাঠি
খেঁটে খেঁটে শ্রমিক শরীর হয়েছে ঝাঁটার কাঠি
পারেনা যোগাতে দুবেলার ফ্যানও
কেউ কিচ্ছু বলেনা কেন ?
যারা ছিল ফুল বাবু
দামের ধাক্কায় তারাও আজ কাবু
সহায় সম্বল এক মধ্যবিত্ত তকমাই
এদিকে! পরিবারে শুধু নাই নাই
পড়াশুনো শিখে আদরের সন্তান
ঘরে বসে শোনে অবিরত ঘ্যান! ঘ্যান!
বন্ধ করেছে বাকি মুদি দোকানও
কেউ কিচ্ছু করেনা কেন?
চাষার হাল আরও খারাপ
ছিল কুড়ি বিঘা এখন হয়েছে হাফ
ধান জমি ছিল যেটা
সেথায় উঠেছে অট্টালিকা
নানা রঙ গায়ে মেখে এলো কতো নেতা
বিলালো ক্রেডিট কার্ড , দিল নানা ভাতা
ঘটা করে হোল উদ্বোধন কতো, কাটা হোল ফিতা
তবুও আত্মহত্যার হার লাফিয়ে বাড়ছে যেন!
কেউ কিচ্ছু বলেনা কেন?
কাচা রাস্তা হয়েছে পাকা
হয়েছে রাত আলোয় ঢাকা
ধুতি ছেড়ে প্যান্ট পড়েছে মজুদুরও
এসেছে মোবাইল , এসেছে ল্যাপটপ
এখন রাস্তার মোড়ে মোড়ে বাসস্টপ
এসেছে গ্যাস, টিভি , ফ্রিজ ,এসি কতশত আরও
তবুও কপালে চিন্তার ভাঁজ,
আদৌ কালকে থাকবে কি কাজ?
আসবে কি ফিরে কোনোদিন পুরোনো?
পচাত্তর বছরের হিসেব বাকি এখনও
কেউ চায়না কেন ?
কেউ কিছু করে না কেন?
তাহলে কি! নিয়েছে মেনে সকলে
ভালো দিন আর আসবে না কখনও!!!