ওরা বলে, জলবায়ুর হচ্ছে পরিবর্তন
ক্রমশ বদলে  যাচ্ছে জীবন
তুমিও  নেই আর আগের মতন l
যদিও গরমে লাগছেনা ঠাণ্ডা  
গরমই বাড়ছে, বাড়ছে আর্দ্রতা।
ঘনাচ্ছে আকাশে
এক  ভয়ানক বিপদের বার্তা।
দায়ী নাকি!   উষ্ণায়ন।  
বাড়লে তোমার ভিতরের গরম
ঘটে এমন অনেক অঘটন।
গরম বাড়ার কারণও আছে,  
ওজোনস্তরেও  নাকি!  বড় ফুটো হয়েছে ।
বেগুনিরশ্মি ঢুকছে অনর্গল ।  
ওরা অপারগ, বলে - তুমিই কারন
একটু যা সবুজ দূষণ! তাও অতিরিক্ত?  
জানো কি তুমি!  ওরা কত উন্নত ?  
বলে ওরা
তুমিই নাকি  বড় বাঁধা !  
তোমার প্রতিকূলতার  সাথে
ওরা নাকি প্রতিনিয়ত,  লড়াই করে বাঁচেl
জানে না তারা
সহজও হয় জীবন
তোমাকে ভালোবেসে l
কেউ বলেনি ওদের, তুমি মা
জননী  সনাতন।  
তুমিই কর সৃষ্টি, তুমিই পালন
ওরা  সন্তান তোমার অতি ক্ষুদ্র সাধারন ।
ক্ষমতা কি তার ?
এই ব্রহ্মাণ্ডের জানেনা সে পার,  
চায় করতে তোমায় নিয়ন্ত্রন !!!  
কে বোঝাবে!  অহংকারই পতনের কারণ l
গেলে সব রসাতলে!  
কি এসে যায়!  কে কি বলে ?
জানে না কি তারা তোমার নিয়ম!  
শিষ্টের পালন আর  দুষ্টের দমন।