যখন রাত এসে নামে
আমার ভাবনার ঘরে
নিভিয়ে আলো চুপচাপ বসে অন্ধকারে
আকাশ দেখি,  বাইরে!  
এতো বিশাল হয়েও তার আলোর অভাব নাই
আর এতো ক্ষুদ্র হয়েও আমি অন্ধকার চাই!
থাকতেও এতো উত্তাপ
শিতল হওয়ার বাসনায়
আমিই কি তবে ডেকে আনি রাত!  
আমার ছোট্ট ঘরে ?  
তাই বুঝি!  উঠলেও পূর্ণিমার চাঁদ  
জোছনায় হিম পড়ে।  
শব্দ হয় টুপটাপ, টুপটাপ............।