জ্ঞান মানেই কি অমৃত ?
আছে কি পার্থক্য! বিদ্যায়, শিক্ষায় ?
অনেকে দুটোকেই এক মনে করে
একত্রে এডুকেশন বলে
হলে সফল বিদ্যায়, ভেবে শিক্ষিত
জ্ঞানীর আসনে বসায়
ফলাফল! সহজেই লক্ষ্য করা যায়।
কিছু ডাক্তার রোগী মেরে,
সরকার জনতার কেড়ে
আর কিছু উকিল কেটে মক্কেল, তাদের পেট চালায়।
ভুল কি আছে গোঁড়ায়! নাকি ভাবনায়!
যদি নাই হয়, তবে কেন
স্কুলে হয় পড়ান তোঁতাবুলি ?
বিদ্যার ব্যাবহার ভুলি
পাস করে ছাত্রসবে চাকুরী ভিক্ষা চায়!
সাধু করে লুট দানতহবিল
সমাজসেবী বৌ পেটায়!
জ্ঞানী কোথায় ?
যেখানে যাও একই চিত্র
একটু এদিক ওদিক
অথচ বলে না কেউ,
এই ব্যাবস্থা মোটেই নয় সামাজিক!
কোথায় আছে ভুল! মানদণ্ডে যেন?
যারা নয় শিক্ষিত! তারা শিক্ষিতের আসন পাবে কেন ?
তাহলে তোঁ শিক্ষারই অপমান করা হয়!