আমি যা দেখতে পাই
তুমিও তা দ্যাখো না হয়ত ?
অথবা তোমার দেখা দৃশ্য
আমার দৃশ্য নয় কখনও।
তবুও আমরা থাকি একসাথে
দৃষ্টি বিনিময় হয় কেবল কাজের ফাঁকে ।
অথবা প্রয়োজনে একে অপরের সাথে
কিছুটা সময় কথোপকথন
বাকি তুমি তোমার মতন
আর আমি আমার ।
পড়লে বৃষ্টি ঘরে তোমার
আমারও ঘরে পরে দু ফোটা
দেখ তোমার আমার ছাতার রঙ আলাদা
আমরা কেউ নই সাদা
সকলেই মেখেছি কাঁদা
অল্প হলেও, বলতে পারিনা সৎ ।
তবুও হতে পারিনি একমত
মানতে পারিনা একথা
আমরাই আমাদের উন্নতির বাধা
হয়ে বহুমত, বিভক্ত দৃষ্টিভঙ্গীতে
নিজের নিজের ভাবনার গণ্ডীতে
মার্কসবাদ , পুঁজিবাদ, জাতিবাদ
কোনটাই নয় গণতন্ত্রের ভাষা
সবই নিয়মের ধাঁধা ।
যখন সহজ হয় প্রতিবাদ
অনায়াস হয় জীবন
রাজার সম্মান পায় চাষা
তখনই ঘটে দৃশ্যের সাম্যতা
তুমি আমি বসি মুখোমুখি
নিজেদের করি উন্নত
দেশ তোলে গর্বের মাথা।