তুমি বন্ধ করতে পারো আমার সকল দরজা
করতে পারো প্রস্তুত নিত্য নূতন খাঁচা ।
আমার কোন অসুবিধে নেই।
তুমি দেখতে পারো আমার ভাগেরও চাঁদ ।
করতে পারো আমার উঠোনে এসে যখন তখন উৎপাত।
আমার কোন অসুবিধে নেই।
দাড় করিয়ে পারো রাখতে ঘণ্টার পর ঘণ্টা ঘরের বাইরে,
যদি কখনো আরাম করতে চাই রে ।
আমার কোন অসুবিধে নেই ।
শুধু আমার মাথায় বুলিয়ে দিলে হাত,
ঘুমিয়ে পড়তে পারি আমি ।
করতে পারি ক্ষমা তোমার সকল বাটপাড়ি ।
আমি তোমার গোলাম , হুকুমের দাস
মালিক নই, জানি।
ভাতের বদলে দিলেও ঘাস
আমার কোন অসুবিধে নেই ।
আমি নিরীহ মানুষ এক
প্রতিবাদী নই
আমার শুধু একটাই আবদার
সন্তানরা সুখে শান্তিতে করুক বসবাস
আর যদি পারো দিতে শোষিত রক্তের ভাগ l
আমার কোন অসুবিধা নেই l