প্রতি সন্ধ্যায়
শুধু তোমার কথা ভেবে
চুমুক দিই শূন্যতার পেয়ালায়
করি প্রাণসুধা পান ।
জীবন অনলে
জ্বলে পুড়ে
ক্লান্ত হয়েছে যে প্রাণ
দিতে তাকে দু দণ্ডের বিশ্রাম
তুমি হয়ে আসো রাত
স্বপ্নের জ্যোৎস্নায় করিয়ে স্নান
মাথায় রাখো হাত।
ঘুম নেমে আসে দুচোখে ।
অসীম আনন্দে করে অবগাহন
পাই পরম সুখের স্বাদ
শান্ত হয় মন ।
আবারও একবার
আগুনে পুড়তে ইচ্ছা হয়
ইচ্ছে হয় জ্বলতে
আবারও করি কামনা
এক সুন্দর প্রভাত ।