যার বহির্জগৎ যত বেশী ব্যাপ্ত
অন্তর্জগতে, সে ততটাই সংক্ষিপ্ত
যদিও দুটোই! এক ও অভিন্ন
একটি দৃশ্য অন্যটি অদৃশ্য
একটি নিজের ভিতরে
অন্যটি বাইরে দূর দুরান্ত
তবুও না করে সহজ অনুসরণ
সখ তার, সে চায়! থাকতে ব্যস্ত
বহির্জগতের জ্ঞান অন্বেষণে।
না করে একাগ্র দর্শন
সম্পূর্ণকে সম্পূর্ণ রুপে
করে টুকরো টুকরো
দেখতে চায়!
কি আছে ভিতরে ?
অণু, পরমাণু না ব্ল্যাকহোল ?
যা পায়! করে রাখে সঞ্চয় কৃত্রিম ভাণ্ডারে
সত্য খুঁজে বেড়ায় সংশয়িত তথ্যের পাহাড়ে
এতেই নাকি! বিকাশ ঘটে জ্ঞানের
বলে! সুস্থ থাকতে হলে!
চাই উপযুক্ত পরিমাণ ভিটামিন ও প্রোটিনের।
আর কিছু, না হলেও চলে।
সম্পূর্ণতা বোঝে না!
বোঝে বিভাজন
বোঝে না রুপের ভাষা
ভক্তি শ্রদ্ধা ভালোবাসা
এসব কিছুকে করে সে অমান্য
যে জ্ঞান ছিল একদা কেন্দ্রীভূত অন্তরে
তাকে ছড়িয়ে ছিটিয়ে, করেছে ছিন্ন ভিন্ন
সত্য জানার পথ এখন বিস্তৃত
সে পথে শুধু ছায়া বিস্তীর্ণ
অন্তর গহন শূন্য!