শোনেন দাদা
শোনাই এক আজব গল্পগাথা
এক জলাশয়ে জল খেতে নেমে
এক গাধা!
জল ঘোলাচ্ছে আর ঘোলাচ্ছে
ঘোলাচ্ছে আর ঘোলাচ্ছে
ওদিকে পাড়ে মালিক তার
বার বার!
কেবল! উঠছে আর বসছে
অবশেষে সে যখন
গালে দিয়েছে হাত, ঠিক তখন!
এক পথিকের আগমন
বলে! বাছাধন
হাত দিয়ে বসে কেন গালে?
বসেছি কি সাধে ?
চোখ কি রেখেছ কপালে ?
ওই দেখ! আমার গাধে
জল খেতে নেমে জলাশয়ে
পান না করে
কেবলই ঘোলায় জল
ওর কি ভুলো মন ?
পথিক হেসে বলে,
সে কি দাদা!
আপনি তো জানেন! ও না জানলেও
মানুষের সাথে থাকলেও
আসলে! ও একটা গাধা!
না পেলে আদেশ
কোন কাজ সে করে না মোটেও
পিপাসা পেলেও! দাঁড়িয়ে থাকে ঠায়!
কিন্তু গাধার কর্ম যাবে কোথায় ?
পরিষ্কার জলে দাঁড়িয়েও ঘোলা করে ,
এদিকে ওদিকে তাকায়
মাছেরা ভয়ে মরে
এখন রাস্তায় বেরনো মানে!
ঘোলা জলে, গাধার পা বাঁচিয়ে যাওয়ার মতন
এতো গাধার জ্বালাতন!
এই তো সেদিন! করতে গিয়ে বাজার
মুকুন্দদা খেল বোমের স্প্লিনটার
বেমালুম সটকে গেল!
কোন গাধার মালিক খবর নিতে এলো ?
থানায় একটা রিপোর্ট পর্যন্ত লেখায়নি বাড়ির লোক।
আর কি বলবো! বল!
মাছ হয়ে জন্মাইনি তবু মাছের মতই আচরণ
কতো পড়ে, কতো মরে অকারণ!