জন্ম নিয়েই শুনি
যে মৃত্যুর পদধ্বনি।
মত্যু যা অবশ্যম্ভাবী
তাকেও থাকি ভুলে
শুনেও না শোনার ভান করে।
সহজ নয় যদিও
তবুও থাকি কিভাবে সহজে ভুলে
বুঝতে পারিনি কখনও ?
যখন হলাম বড় তখনও ছিল না মনে
যখন হলাম বৃদ্ধ তখনও
তার আসার আগের মুহূর্ত অবধি
পারি থাকতে তাকে ভুলে
পায়ের উপর পা তুলে
পারি ফেলতে কিনে সারা জগতটাকে
কোন এক মুহূর্তের কারনে
শুধুই কি থাকতে বেঁচে বর্তমানে ?
অনেকে আবার বলে ভবিষ্যতের জন্য
এসব তুলে রাখি ।
কোন ভবিষ্যৎ ?
মৃত্যুর পরেও কি কিছু অবশিষ্ট থাকে বাকি ?
নাকি ভুলতে মৃত্যুর ধ্বনি এত আয়োজন
অকারন সময়কে দেওয়া ফাঁকি ।