তখনই হই একা
যখন ভাবি, আমি একা ।
একের সারি, একতা ।
প্রত্যেকেই একা একা
একসাথে বাঁধা যদিও।
এক থেকে বাদ দিয়ে এক
থাকে এক ।
এক মানে নয় শূন্যতা।
নয় শব্দ কোন এক।
এক মানে নয় দুর্বলতা
একের সাথে যোগ করে এক
হয় এক ।
একে নয় বিভিন্নতা
একেতেই সম্পূর্ণতা ।
একের সাথে হয়ে এক
হয় এক ।
একেতেই পরমপিতা ।
একেতেই মুক্তি
একেতেই পরম আনন্দ
একেতেই স্বাধীনতা।