মাঝে মাঝে মনের গোপনে
এক অদ্ভুতরকম ভয় চেপে ধরে
" আমাকে কি কেউ পাত্তা দিচ্ছে না ? "
নাকি হয়ে পড়েছি আমি বেমানান, সময়ের সাথে ?
কোন সময়ের হিসেব না করেই ।
যেমন সেদিন, সান্তার দাদুই
হটাৎ লাফ দিল
ছাদের উপর থেকে
স্পাইডারম্যানের মত বাতাসে ।
কিম্বা নিতিনের ঠাকুমা
ফেসিয়াল করতে গিয়ে পুড়িয়ে ফেলল মুখটা ।
এমন অনেক ঘটনা
নিত্যদিন ঘটে পরিবেশে
কেউ তার খবর রাখেনা ।
যারা থাকে একা
তারা রাখে ।
সব খবর আশেপাশের
তারা পিছিয়ে থাকতে চান না
তবু পরে যান বাদ অকারনে ।
যতক্ষণ থাকে একসাথে
কেউ কি পারে বুঝতে ,
একা বাঁচার কি যন্ত্রণা ?