সংক্রমণ, সংক্রমণ চিৎকার করলেই
সংক্রমণ ছড়ায় না
যখন ছড়ায় সংক্রমণ
তখন চিৎকার করতে হয় না ।
তবুও বাজতে থাকে রেডিও টিভি
অবিরাম ভাসে বাতাসে অসহজ সাবধানবানী ।
বিরক্ত লাগে , তবুও শুনি ।
অগণন সমীক্ষার ফল
আবহাওয়া পরিবর্তনের কল
অক্সিজেন কেলেঙ্কারি
শ্মশানে মৃতের সারী
সবই তো দেখেছি ।
দু দুটো বছর পেরিয়েও
যেখানে হয়েছিল শুরু
সেখানেই বুঝি দাড়িয়ে আছি ?
শুধু বড় ব্যাবসা হয়েছে আরও বড়
ছোটরা হয়েছে শূন্য
অভাবের ভাড়ার হয়েছে খালি ।
লক্ষ চাকুরের বলি
চিকিৎসার নামে কুচকাচালি ।
দেখেছি লাঠিপেটা
হকারের পিছনে পুলিশের ছোটা
পরিযায়ীর পায়ে হেটে বাড়িফেরা
গ্রামে ফিরেও গ্রামের বাইরে থাকা
মজুরের আত্মহত্যা ।
মৃতদেহ আটক রাখা ।
হুটোপুটি করে নেওয়া টিকা
স্কুলে লাগানো তালা ।
আড়ালে আইন বদলের পালা ।
তবুও এখনও দেখলেই ভিড়
ওঠে সন্দেহের তির
মুখ ঢাকা মানুষের চোখে
ভয় থাকে জেগে ।
সমীক্ষা তবুও চলে প্রতিদিন
ফুরিয়েও ফুঁড়োয় না রেশ
থাকে অবশিষ্ট ,
আর কত ?
আছে কি এর শেষ ?
জানে একমাত্র কেষ্ট
আর সেইজন যারা দেয় বলে
ভবিষ্যৎ , এর পরে কি আছে কপালে ?
আমি খালি চুপচাপ বসে দেখি
আর ভয়েতে কাঁপতে থাকি ।
মানুষ নয় , ঘরপোড়া গরুর মতন
আইনের খুটেতে বাধা অসহায় জনসাধারন ।