যাকে মনে করি বাস্তব জীবন
বাস্তবে সে কি জীবন আদৌ ?
নাকি কোন দৃশ্য এক্ষন ?
একটা চলচিত্র , সিনেমার মতন ?
হতে পারে তুমি আমি
বসে আছি পাসাপাসি
কিম্বা কোথাও যুদ্ধ চলছে ভীষণ ।
দৃশ্যের ভিতরে থেকে
দৃশ্যকে উপভোগ করা
জীবনকে উপভোগ করার বাসনা এমন ।
বন্ধ করলেই চোখ ।
উধাও জগত।
তবুও মাথার ভিতরে চলতে থাকে
কেবল দৃশ্যের আচরণ ।
ব্যাস্ত করে রাখে সারাক্ষণ ।
আতুরঘর থেকে শ্মশান ঘাট, আজীবন , আমরন ।
ঘন ঘন দৃশ্যের পরিবর্তন।
হাসির দৃশ্যে হাস্য , কান্নার দৃশ্যে ক্রন্দন ।
এক এক ভূমিকায় এক এক আচরণ ।
কোন নতুন উত্তেজনা,
নতুন কোন ভাবনা
নতুনের খোঁজে নতুন দৃশ্যের অবতারনা ।
তবুও ভাবি, কিছু আছে এমন
যা পেতে বাকি , দেখতে বাকি।
দৃশ্যের ভিতরে থেকে দৃশ্যকেই দেখতে থাকি।
হয়ে পরি দৃশ্য এক্ষণ
দৃশ্যেরই উপকরণ ।
দৃশ্যকে উপভোগ করার বাসনা এমন
দৃশ্যের ভিতরে থেকে দৃশ্যতেই বন্দী জীবন ।
অনুভুতির পিছনে ছুটে চলা এক দৃশ্য এক্ষণ ?
যে জীবন অনুভূতিরও পারে , দৃশ্য নয় সে তখন
তাকে বুঝতে চেয়ে, জানতে চেয়ে
তার অনুসন্ধান করে কয়জন ?