তুমি ভাবো
যা তুমি দেখো
সেটাই ঠিক।
ভেবেছ কি কখনও
হতেপারে, তোমায় হচ্ছে দেখানো
কোন দৃশ্য কৃত্তিম?
যা তুমি চাইছ দেখতে
সেই দৃশ্যই , তবে
তোমার মত করে নয়
অন্য কারও মত করে
দেখানো কি পারে যেতে ?
করা যেতে পারে কি রচনা
দৃশ্য কোন এমন
যেমন বাস্তব জীবন?
দেখানো কি যেতে পারে তাতে
মিত্র দুইজন
শত্রুতা করে একে অপরের সাথে
অথবা শত্রুরা করে খোসামোদ শত্রুদের কাছে ?
যদি হয় সম্ভব, তাহলে
যে দৃশ্য তুমি দেখ রোজ
তোমার চারিপাশে, ভেবে বাস্তব
হতে পারে কৃত্তিম কোন এক
চলচিত্রের মতন
অন্য কোন মানুষের হাতে গড়া
তোমার জীবন।
তুমি ভাবো তুমিই বুঝি তোমার কারিগর
তুমি তোমার মতন ।