যখনই ওঠে প্রশ্ন সামাজিক অবক্ষয়ের
তুমি দোষ দাও নূতন প্রজন্মে
গিয়েছে নাকি তারা উচ্ছন্নে
না করে সম্মান গুরুজনে
অমান্য করে আদেশ
করে তর্ক মুখে মুখে
থাকতে চেয়ে নিজের মত
স্বাধীনতা চায় যত
পেলেও ভোগে অবসাদে
চলতে গিয়ে সময়ের সাথে
ভাবে কি তবে ?
অল্প হলেও
তোমার থেকে একটু বেশী বোঝে সে
সব ব্যাপারে ?
তুমিও যেমন ভাবতে তোমার বয়সে ?
তোমার মত সেও কি চায়না জানতে তবে
তার সবুজ মনে এ ভাবনা এসেছে কিভাবে ?
লেখা নেই কোন ইতিহাসে
কিভাবে ঘটে পরিবর্তন এই দেশে
কিভাবে ধ্বংস হয় সংস্কৃতি
চুপচাপ , নিঃশব্দে সময়ের সাথে সাথে ।
তুমিও জানো আমিও জানি
দোষ কার ?
তাই বুঝি চাপাও ভার
একে অন্যের কাঁধে ?