তিনি বলেছিলেন
দিয়েছি দুই চোখ
করো দর্শন আমায়
যদি প্রশ্ন জাগে!
সবার আগে
উত্তর খুঁজবে নিজেতে
একই তত্বে গড়া এ জগতে
তুমিও যা, সেও তাই
খুঁজলে উত্তর পাবে
তবে গদ্যে লিখতে যেওনা
পদ্য করে দিও
ঘুরবে মুখে মুখে
নাহলেই উল্টে যাবে মানে
কারন! তুমি যা দেখতে পাও
অন্যে পায়না অনুভবে।
দূরে পড়ে থাকা দড়ি
হতে পারে সাপ
শুয়ে থাকা সাপও
হতে পারে দড়ি
তুমি কি দেখো!
তাতেই করো বিচার
চক্ষু মনের মুখ্য দ্বার
আর যদি ভাবো
কারও গদ্য পড়ে করবে সেই কাজটি
তাহলে হয়তো আগেই নেবে! হাতে লাঠি
না জেনেই! মারতে যাবে তাকে
যে তোমার কোনদিন কোনও ক্ষতি করেনি ।
পদ্য তোমায় তার রূপ বলবে
মিশালেই জল ছন্দ কাটবে।
সত্য দৃশ্য হবে না আর ।
তাই সে বলে!
করো দর্শন আমায়
যদি প্রশ্ন জাগে!
সবার আগে
উত্তর খোঁজ নিজেতে
একই তত্বে গড়া এ জগতে
তুমিও যা, সেও তাই
উত্তর পাবে তাতে
তারপর!
পদ্য করে দিও আমায়
আমি ছন্দে থাকতে চাই।