চাইলেই! এক ঘুষি মেরে ভেঙে দিতে পারে
তাদের গরম চোয়াল
পারেনা ভাঙতে নিজের ছোট্ট সুখের দেওয়াল
শান্তির আশ্রয়, কচি হাতের আদর ,
হাসি আর ছোট ছোট আবদার ।
তাই বলে ভেবোনা যেন
কিছুই জানেনা , বোঝেনা কিছুই!
আঁতেল, অশিক্ষিত ওদের যতই বলোনা কেন?
ওরা সব জানে!
কারা মই দেয় কাদের পাকা ধানে ?
কারা শুষে নিতে চায় কাদের জীবনের রস, মজ্জা
চুপিচুপি, সুক্ষ নলের টানে।
বদলে দিয়ে শোষণের ধারা
সাথে নিয়ে মাধ্যম নিজের প্রয়োজনে কারা
প্রাসাদ গড়ে কাদের মড়া খুলির পরে
ওরা সব লক্ষ্য করে
তবুও করে যায় নিজের কাজ, দাঁতে দাঁত চিপে
যেদিক উন্মুক্ত থাকে পথ, সেই দিকে
সেটাও যদি কোনভাবে বন্ধ হয়ে যায়?
তখন কিন্তু ভিজবেনা চিড়ে আর মিষ্টি কথায়
ভদ্রতার মুখোশ শুধু নয়
ছালটুকুও উপড়ে নেবে এক ঝটকায়!
আসলে সময় , মহাকালই বলে দেবে
থাকবে কারা আর কারা নেবে বিদায় ।
ওরা জীবনের স্রোত
করতে চাইলে পরখ
মোহনাতেও বাঁধ দিয়ে দেখতে পারো ।