এই ক্ষুদ্র পৃথিবী মাঝে
ছোট ছোট অদৃশ্য পৃথিবী
যেন নিজের ভিন্ন কক্ষপথ খোঁজে।
তারা একটু বেশী বোঝে ।
মিলতে চায় না , একে অপরের সাথে ।
বলে, তাদের ঈশ্বর নাকি আলাদা ?
তাকে জানার ইচ্ছা
যদি নাও বা থাকে ?
পথ তবুও বেছে নিতে হয় প্রত্যেককে,
বাধ্যতামূলক ভাবে ।
জন্মের পরেই হতে হয় বিভক্ত
জ্ঞান , দয়া না রক্ত
কোন দলে কে ?
কাকে করতে হবে অনুসরন
সংরক্ষণ , প্রতিপালন আর সম্প্রসারণ ।
জন্মের আগেই, সব ঠিক করা থাকে ।
দেশ হিসেবে নয় , ঈশ্বর হিসেবে ।
আর বলা হয় তাকে
এ সবই ঘটে নাকি সেই ঈশ্বরের ইচ্ছাতে ।
মিথ্যে কথা এটা সেও জানে
তবুও ঘুরতে থাকে, কক্ষপথের আকর্ষণে
যুগের পর যুগ ধরে ।
এই কথা শুনে ,
ঈশ্বর হাসেন কিনা জানিনা ?
তবে এটা জানি এই অদৃশ্য কারনে
অনেক নিস্পাপ রক্ত গিয়েছে ঝরে,
অকাতরে কালের চরনে ।