আবার ওরা বাঁধছে দল
ছড়াতে ধর্মের দাবানল
শহরে গ্রামে রাস্তায়
এখন শুধু একটাই শ্লোগান শোনা যায়
প্রতিষ্ঠা করতে হবে ধর্মরাজ
ধর্ম নাকি বিপদে আজ!!!
কার ধর্ম? কাদের ধর্ম ?
কোথায় মানবতাবাদ ?
কাদের ধ্বজা নিয়ে ঘোরে বন্দুকবাজ
যখন দেশের মানুষ বিপদে
খোঁজে সহানুভূতির আশ্বাস
তখন ঘটিয়ে মূল্যবৃদ্ধি কারা তোলে নাভিশ্বাস
কারা মহামারীর বিষ ছড়ায় বাতাসে?
কারা নাড়ে কলকাঠি ভাঙতে একতাকে
ধার্মিক সাজিয়ে একদল ডাকাতকে
কাদের রক্ষা করতে চায় ?
আর কাদেরই বা চায় মারতে ?
আজও পারে না মানুষ বুঝতে
কারা বেশি ক্ষতি করে,
কেন, কিভাবে?
কেন হঠাৎ করেই জেগে উঠে ধর্ম
পৈচাশিক উল্লাসে
যখন সবকিছু হারিয়েও মানুষ ,
শুধু শান্তিতে থাকতে চেয়ে
ক্ষমা করে দেয় তাদের সকল অপরাধ
বার বার l