সবকথাই যে সত্যি
জোড় দিয়ে বলা যায় কি ?
অনেক কথাই তো সত্যি বলে প্রমাণিত
তাই বলে! সেটাই যে ঘটনা প্রকৃত
তার অনুভব কোথায় ?
এমন অনেক কথাই থেকে যায় আড়ালে
রাখা হয় গুপ্ত
প্রমাণও লুপ্ত
তার খোঁজ, কয়জন রাখে ?
যারা সত্যের জন্য করে লড়াই
তারা জানে বটে ।
তবে তাদের কথা! কে শোনে ?
কথা তো তাদেরই শোনা হয়
যারা থাকে ক্ষমতায় ।
ইতিহাস তারাই লেখে
স্কুলেও হয় পড়ানো
আর একসময় , সত্যিটাই ভুলে যায় ।
শুধু কিছু গল্প থাকে বেঁচে
শোনা যায় মুখে মুখে
সত্যি কারা ঝড়িয়েছিল ঘাম আর রক্ত
আর কারা এসেছিল ক্ষমতায় ?