তুমি আছো বেঁচে অথবা হয়েছ অতীত
যদিও করেনি খোঁজ কোন দেশভক্ত পথিক ।
নেতা হারিয়ে গিয়েছে বলে,
যায়নি ছুটে জার্মানি থেকে রাশিয়া
আফগানিস্তান হয়ে চীন ।
তবুও আসলে তোমার জন্মদিন
মালার অভাব হয় না ।
কেউ জানতেও চায়না
কেন মানুষটা আসল না আর ফিরে ?
তার স্বাধীন ভারতের স্বপ্ন আজও মুখ থুবড়ে
আছে পড়ে চৌরাস্তার মোড়ে
শুন্যে আঙ্গুল তুলে l
কোন প্রশ্নের উত্তর চায় সে?
যে প্রশ্নের উত্তর আজও দিতে পারেনি কেউ
দেশ কি হয়েছিল স্বাধীন আদৌ ?
না কি হয়েছিল ক্ষমতার হস্তান্তর?
কোন চুক্তিতে হয়েছিল স্বাক্ষর ?
মায়ের ছেলে হয়েছিল দেশান্তর
আর ফেরেনি ঘরে ।