দায়িত্ব শব্দটা শুনতে ছোট
তবে ওজোনে বেশ ভারী।
যার নেই সেই ভার
ফুরফুরে মেজাজ তার
হালকা জীবনতরী।
যার সেই বোধ আছে,
হোক যতই জীবন কঠিন
পারেনা এড়াতে
লড়তে করতে হয় শহীদ।
তবে আছে কিছু এমনও
করে অধিকার
দায়িত্বের চেয়ার
কাজ শুধু বসে ঘুমানো ।
জানি তুমি আমি সকলেই
বাদ সাধে, দায়িত্ব নিতে গেলেই
হালকা হতে গিয়ে কি ফাঁপা করে দিয়েছি
গোটা সমাজটাকেই ?