লোহার সাথে সম্পর্ক যার
প্রাণের সাথে কার ?
যদিও যায় সে ভেসে
দূরে কোথাও
অন্য কোন দেশে ।
ভিতরে টান আসে।  
চলে  অপেক্ষা ফেরার
এক একটি  মুহূর্ত গুনে।  
ছুঁয়ে নিলেও সুনীল আকাশ
লেগে থাকে শরীরে যার    
সুমধুর সুবাস
প্রতিটি ঘ্রাণে ।
জন্মভূমি  
চুম্বকের মত, সে যে  টানে।
সন্তানের পরশ পেলে
সেও হয় পুলকিত তখন ।
এই অনুভব পায়না যেজন
মমতাময়ীর প্রবল আকর্ষণ
স্মরণে মননে প্রাণে  
জনম বৃথা তার, বৃথাই মরন।
নেই তার কোন স্থান ত্রিভুবনে।  
মাতৃহীন জীবন,  হয় কেমন ?
সেটা জানে তারাই,  যারা হারিয়েছে তাকে ।