আজকাল ইঁদুর মারা বিষে আর মরেনা ইঁদুর
কেবল মানুষই নাকি মরে?
তোমার সবকিছু আত্মসাৎ করার যত ফন্দী
আছে তার মাথার ভিতরে।
অনেককিছুই আছে তার অধিকারে
শিক্ষা , স্বাস্থ্য পরিবহণ এমনকি প্রতিরক্ষা পর্যন্ত।
ভাণ্ডার তার বাড়বাড়ন্ত ।
চুরির যাবতীয় ফাইল এখন তারই গুপ্ত ঘরে।
শিক্ষিত ইঁদুরেরাই তা রক্ষা করে
তাদের স্বচ্ছ রাখা নিজের ধর্ম মনে করে ।
দাড়ি ধরে টানলেও, সে আর তুমি পাবেনা ফিরে।
যা একমাত্র তারাই পারে l
শুনেছি, সুইজারল্যান্ডেও তাদের কে একজন থাকে ?
লেনদেনের ব্যাবসা দ্যাখে,
এক ভাণ্ডার সেও রাখে ।
কেবল রাতের বেলাতে নয় দিনদুপুরেও
তারা শুভ্র পোশাক পরে ঘোরে ।
মানুষের ভিড়ে।
বলে , আর কোন ভয় নেই
এখন মানুষ নিজেকেও মানুষ কম
অধিক পশু মনে করে ।