যদি থাকে হাতে রঙ আর তুলি
আমি কি যেমন খুশী ছবি  আঁকতে পারি ?
কাঁসা পিতল মাটির হাড়ি
বড্ড ভারী
করে পরিবর্তন অ্যালুমিনিয়ম প্লাস্টিকে
কেউ কি পারে হালকা করে আঁকতে ?  
অথবা মাজন মানে কোলগেট
মিষ্টি মানে চকোলেট
ঠাণ্ডা মানে কালো জল
আর সুরক্ষার চক্র  ডেটল
এইসব আরো কত  কি ?
কত পরিচিত ছবি বদলে গিয়েছে  কিভাবে ,
কে খবর রাখে ?
কত তাতি বেঁচে দিয়ে তার তাত
হয়ে গিয়েছে পরিযায়ী
যোগাতে দু বেলার ভাত।  
কত চাষি করতে মজুরি
দিয়েছে পাড়ি
দুবাই , বাগদাদ ।
কে এঁকেছে ?  কেন এঁকেছে ?
কারা পেতেছে ফাঁদ ?
এই  সবের খোজ  কে করে?
যার পড়বে  দরকার,  সেই তো খুজবে ?
বাকিটা সরকার বুঝবে
আমি খুজব  কেন  ? আমি  বুঝবই বা কেন  ?
আমাকে যে ছবিটা হয়েছে দেখানো
সেখানে আমি জনগণ,  বোঝা হয়ে রয়েছি এখনও ।